ইসরায়েলে আবারও ইরানে হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিসহ দেশটির একাধিক গণমাধ্যমের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।
ইরানের রাজধানী তেহরানে চীনের একটি কার্গো বিমান নামার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। ভারতীয় মিডিয়ার এক খবরে বলা হয়েছে, ইরান-ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে চীন। গোপনে পাঠাচ্ছে অস্ত্র।
ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরিধি বাড়াতে চায় না ইরান। তবে কোনো আক্রমণের সমানমাত্রায় পাল্টা জবাব দেবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না, বরং শেষ হবে।
ইসরায়েলের হামলায় কিছুক্ষণের জন্য সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের। তবে পুনরায় সম্প্রচার শুরু হয়েছে। রাজধানী তেহরানে ইসলামি প্রজাতন্ত্র সম্প্রচার সংস্থার (আইআরআইবি) ভবনে ওই হামলা চালানোর পর সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল রাষ্ট্রীয় টেলিভিশনের।
ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দেশের ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু এলাকায় সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
তেহরান থেকে এএফপি জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাঈ বলেন, ইসরাইলি আগ্রাসী হামলার লক্ষ্য ছিল পশ্চিম ইরানের কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতাল।
বাংলায় কথা বললেই বাংলাদেশি আখ্যা দিয়ে ভারতীয়দের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় দেওয়া বক্তব্যে এর জন্য ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারকে দায়ী করেন তিনি।
চাগাই জেলার এক সীমান্তচৌকির কর্মকর্তা আতা উল মুনিম জানান, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ বন্ধ থাকবে।’ তবে বাণিজ্যিক কার্যক্রমে নিষেধাজ্ঞা নেই এবং ইরানে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার অনুমতি রয়েছে বলেও তিনি জানান।
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান এককভাবেই লড়ছে বলে মন্তব্য করেছেন লন্ডনভিত্তিক চ্যাথাম হাউস থিংক ট্যাঙ্কের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক লিনা খাতিব। তিনি বলেন, ‘ইরান এখন একাই লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের পাশে কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক মিত্র নেই।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করতে না পারেন, সেজন্য একজন ডেমোক্র্যাট দলীয় সিনেটর আজ সোমবার একটি আইন প্রস্তাব করেছেন।
ইসরায়েলি বাহিনী তেহরানে বোমাবর্ষণের পর কয়েক ঘণ্টার ব্যবধানে ইরান নতুন করে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বন্দরনগরী হাইফা আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র।
ইরানের ওপর মারাত্মক হামলা বন্ধ করতে, ইসরাইলের ওপর চাপ দেওয়ার জন্য সোমবার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
তেলআবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন দূতাবাসের একটি ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এ তথ্য জানিয়েছেন। তবে, এ হামলায় কোনও মার্কিন কর্মীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন যে, এটি ছিল একটি অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও সেবা দেওয়া হচ্ছে বলে জানানো হয়।