রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের পশ্চিমাঞ্চলে একটি হাসপাতালে ইসরাইল হামলা চালিয়েছে দাবি করে দেশটির বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ করেছে তেহরান। সোমবার (১৬ জুন) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ করে।
তেহরান থেকে এএফপি জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাঈ বলেন, ইসরাইলি আগ্রাসী হামলার লক্ষ্য ছিল পশ্চিম ইরানের কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতাল।
তিনি বলেন, আবাসিক এলাকাসহ হাসপাতালের ওপর হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এটি যুদ্ধাপরাধ হিসেবে পরিগণিত।
এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ওই হাসপাতালের নিকটবর্তী একটি কারখানা ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু ছিল।
রিপোর্টার্স২৪/আরএইচ