খামেনি বলেন, ইরান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচির নিয়ে আলোচনা করছিল, এমন সময়ে ইসরায়েল প্রথম বিমান হামলা করে। অথচ তখন তেহরানের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক উত্তেজনা বা হুমকি ছিল না। এ সময় ইরান শান্তির পথেই ছিল।
ইরান-ইসরায়েল সংঘাতের প্রসঙ্গ টেনে মারিয়া জাখারোভা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামোয় ইসরায়েলের প্রতিদিনকার হামলার কারণে বিশ্ব এখন ‘বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে।’
ইসরায়েল-ইরানের মধ্যে গত শুক্রবার থেকে সংঘাত চলছে। পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে ৪০০ টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এ ছাড়া ইসরায়েলে হামলার জন্য তেহরান কয়েক শ ড্রোন পাঠিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর আজ বুধবার এসব তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, আমেরিকানরা জেনে রাখুক, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে, তবে এর ফলাফল হবে অপূরণীয়।
ইসরাইলি সামরিক বাহিনী বুধবার (১৮ জুন) জানিয়েছে, ইরানে হামলার সময় তাদের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইসরাইল-ইরান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো দেশটি ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তেহরানের কাছ থেকে ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ দাবি করেছেন। ইরান ও মার্কিন মিত্র ইসরাইলের মধ্যে যুদ্ধ পঞ্চম দিনে গড়িয়েছে।
ইরানের ওপর ইসরায়েলি হামলা অব্যাহত রাখার নিন্দা জানিয়ে একে অবৈধ বলে অভিহিত করেছে রাশিয়া। সেইসাথে, দেশটিতে হামলা বন্ধের দাবিও জানিয়েছে বিশ্বের অন্যতম এ পরাশক্তি।
টানা ছয়দিন ধরে ইরানে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। থেমে নেই ইরানও; পাল্টা জবাবে ঘাম ছুটিয়ে দিচ্ছে শত্রুপক্ষের। ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র বহরের সামনে ইসরায়েল যে এখনও দাঁড়িয়ে আছে, তার বেশিরভাগ কৃতিত্বই সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার, যা শক্তিশালী তিনটি স্তরে বিন্যস্ত। কিন্তু এভাবে আর কতদিন ইসরায়েল সুরক্ষিত থাকতে পারবে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। কারণ, ইরানের টানা হামলা ঠেকাতে গিয়ে ফুরিয়ে আসছে তাদের অ্যারো মিসাইলের মজুত।
ইরানে গত ৫ দিনে ইসরায়েলের বিমান বাহিনীর গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৮৫ জন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৩২৬ জন নাগরিক
মার্কিন দূতাবাস আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিন বন্ধ থাকবে