| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তান-ইরান সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম: 16-06-2025 ইং
  • 45646 বার পঠিত
পাকিস্তান-ইরান সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরান ও ইসরাইলের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান ইরানের সঙ্গে সকল সীমান্ত পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।

সোমবার (১৬ জুন) বেলুচিস্তান প্রদেশের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এই প্রদেশটির সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত রয়েছে।

বেলুচিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তা কাদির বখশ পিরকানি বলেন, চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গোয়াদার- এই পাঁচটি সীমান্ত জেলার সব স্থলবন্দর কার্যক্রম স্থগিত করা হয়েছে।

চাগাই জেলার এক সীমান্তচৌকির কর্মকর্তা আতা উল মুনিম জানান, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ বন্ধ থাকবে।’ তবে বাণিজ্যিক কার্যক্রমে নিষেধাজ্ঞা নেই এবং ইরানে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার অনুমতি রয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, আজ আমরা প্রায় ২০০ পাকিস্তানি শিক্ষার্থীকে দেশে ফেরত আনতে প্রস্তুত রয়েছি।

এর আগে রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, ইরান থেকে ৪৫০ জন পাকিস্তানি তীর্থযাত্রীকে সরিয়ে আনা হয়েছে এবং আরও কিছু লোককে ইরান ও ইরাক থেকে সরিয়ে আনা হবে। এই দুটি দেশ শিয়া ইসলামের পবিত্রতম স্থানগুলোর আবাসস্থল।

গত শুক্রবার পাকিস্তান ঘোষণা দেয়, ইসরাইলি হামলার বিরুদ্ধে তারা ‘ইরান সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ’ করছে।

সোমবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেন, ইসরাইলের পরমাণু সক্ষমতা নিয়ে বিশ্বের শঙ্কিত হওয়া উচিত। তিনি আরও বলেন, ইসরাইলের মধ্যে ‘আন্তর্জাতিক পরমাণু শৃঙ্খলার কোনো বোধ নেই। ইসরাইল অনানুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু শক্তিধর দেশ।

পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বিস্তৃত হলে পাকিস্তান ইরানকে সামরিক সহায়তা দিতে পারে। তবে ইসলামাবাদের কর্মকর্তারা বারবার বলে আসছেন, দেশটি কেবল ‘নৈতিক ও কূটনৈতিক’ সমর্থন দিচ্ছে।

সুন্নি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের সঙ্গে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের ৯০০ কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে। প্রতিবেশী হলেও দুই দেশের সম্পর্ক বরাবরই জটিল। পাকিস্তান একদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা এড়াতে চায়, অন্যদিকে অর্থনৈতিক সংকটে বারবার সাহায্যকারী সৌদি আরবের সম্পর্কও বজায় রাখতে হয়।

দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে প্রায় ৩০০ কোটি ডলারের হলেও দুই দেশ আগামী কয়েক বছরে তা ১ হাজার কোটি ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪