জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে 'Effective Use of AI Tools in Teaching, Learning and Research' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রোববার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, “এআই শিক্ষা ও গবেষণাকে গতিশীল করলেও এর ব্যবহারে ভারসাম্য ও নৈতিক দিক বিবেচনা জরুরি। যথাযথ প্রশিক্ষণ ও নীতিমালা প্রণয়নের মাধ্যমে এআই-এর সম্ভাবনা কাজে লাগানো সম্ভব।
তিনি আরো বলেন,”শিক্ষা ও গবেষণা অনেকটা সহজতর হয় এআই ব্যবহারে, তবে আমাদের এর ব্যবহারে সতর্ক থাকতে হবে। এআই স্বীকৃতি ও কৃতিত্ব প্রদানের ব্যাপারেও সচেতনতা প্রয়োজন।”
অনুষ্ঠনে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “এ প্রশিক্ষণ কেবল আমাদের দক্ষতা উন্নয়নই নয়, বরং এআই সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এআই-এর ব্যবহার ইতোমধ্যেই ব্যক্তিগত, পেশাদার ও শিক্ষাগত জীবনের সাথে অঙ্গীভূত হয়ে গেছে। তবে, শিক্ষা ও গবেষণায় এটির প্রয়োগ নৈতিক ও নৈতিকতা-সম্মত উপায়ে করা আবশ্যক।”
প্রশিক্ষণের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি শিক্ষা ও গবেষণায় অও সরঞ্জামের কার্যকর ব্যবহার, এর সুবিধা-অসুবিধা এবং সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক-এর সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর। প্রশিক্ষণ শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।