ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরায়েলকে লক্ষ্য করে ইরান আবারও বড় ধরণের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলজুড়ে বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে বলা হয়েছে।
আল জাজিরার এ খবর জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন কিছুক্ষণ আগে ইসরায়েলে বড় হামলা চালাতে যাচ্ছে। শুধু তাই নয় হামলাটি যে ‘বড়সর ও ধ্বংসাত্মক’ হবে তারও একটা আঁচ দিয়েছিল তারা। যেই কথা সেই কাজ। ইসরায়েলের মাটিতে নিজেদের শক্তির আরেকবার জানান দিল তেহরান। আ
ইসরায়েলের হামলার জবাবে গত শুক্রবার রাতে ইরান পাল্টা হামলা চালায়। আজ শনিবার দ্বিতীয় দিনের মতো ইসরায়েলে হামলা চালাচ্ছে তেহরান।
ইসরাইলি কর্তৃপক্ষ তাদের জনগণকে সুরক্ষিত এলাকার কাছাকাছি থাকার নির্দেশ দেওয়ার পর, ইরান থেকে আসন্ন আক্রমণের ইঙ্গিত দিয়ে ইসরায়েলিরা বোমা হামলার আশ্রয়স্থল এবং নিরাপদ কক্ষে স্থানান্তরিত হতে শুরু করে। একই সময়ে, তেহরানের বিভিন্ন স্থানে বসবাসকারী এবং প্রত্যক্ষদর্শীরা জোরে বিস্ফোরণ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পরপর বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন, যা ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণ বলে মনে হচ্ছে।
রিপোর্টার্স ২৪/এম