| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলের বিরুদ্ধে ইরান একা, পাশে কেউ নেই: চ্যাথাম হাউস বিশ্লেষক

  • আপডেট টাইম: 16-06-2025 ইং
  • 46652 বার পঠিত
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একা, পাশে কেউ নেই: চ্যাথাম হাউস বিশ্লেষক

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান এককভাবেই লড়ছে বলে মন্তব্য করেছেন লন্ডনভিত্তিক চ্যাথাম হাউস থিংক ট্যাঙ্কের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক লিনা খাতিব। তিনি বলেন, ‘ইরান এখন একাই লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের পাশে কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক মিত্র নেই।’

আল–জাজিরার খবরে বলা হয়, খাতিবের মতে, রাশিয়া ইরানকে সামরিকভাবে সাহায্য করবে না। তিনি বলেন, গত বছর ইসরায়েল রাশিয়া-সরবরাহকৃত আকাশ প্রতিরক্ষা ধ্বংস করলেও মস্কো কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি ইরানের ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সরানো হলেও রাশিয়া সক্রিয় ছিল না।

খাতিব আরও বলেন, রাশিয়ার সমর্থন হয়তো কিছু জোরালো বিবৃতি পর্যন্তই সীমিত থাকবে এবং তারা বরং মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের তুলে ধরতে চাইবে।


রিপোর্টার্স ২৪/এম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪