ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরায়েলে শিগগিরই ভয়াবহ হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান। আল–জাজিরার খবরে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের ধ্বংসাত্মক হামলা চালানো হবে।
ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে ইরান ব্যাপক পরিসরে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে; এবং তা যেকোনো মুহূর্তে শুরু হতে পারে।
গতকাল রাতেও দখলদারদের লক্ষ্য করে কয়েকশ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল ইরান। এতে তিন ইসরায়েলি নিহত ও প্রায় ২০০ জন আহত হয়েছেন।
গতকালের ইরানি মিসাইল হামলার পর আজ শনিবার ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। তারা তেহরানের একটি বিমানবন্দর, বুশেহর প্রদেশের একটি গ্যাসক্ষেত্র ও গ্যাস শোধনাগার এবং বন্দর নগরী বন্দর আব্বাসে হামলা চালায়। এরপরই ইরানের রাষ্ট্রায়াত্ত্ব টিভি জানায়, ইসরায়েলকে লক্ষ্য করে আগামী কয়েক ঘণ্টার মধ্যে ব্যাপক বিধ্বংসী হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।