জবি প্রতিনিধি: জকসু নির্বাচন, ক্যাফেটেরিয়ার মানোন্নয়ন ও ফুড কার্ড করতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলনে করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
রোববার (২৯ জুন) দুপুরে একাত্তরের গণহত্যা গণহত্যা ভাস্কর্যের চত্ত্বরের সামনে সংবাদ সম্মেলনে তিন দফা দাবি উত্থাপন করেন তারা।
সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, তিন দফা দাবিসমূহ অমূলক নয় বরং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট। প্রশাসন যদি শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির প্রতি অবিলম্বে ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে আমরা বৃহত্তর ছাত্রস্বার্থে গণতান্ত্রিক ও সাংগঠনিক আন্দোলনে নামতে বাধ্য হব। আন্দোলনের সকল দায়-দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা দাবি সমূহ-
১. দ্রুত সময়সীমা নির্ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে;
২. বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার পরিবেশ ও সেবার মানোন্নয়ন করে শিক্ষার্থীবান্ধব অবকাঠামো নিশ্চিত করতে হবে;
৩. শিক্ষার্থীদের স্বল্পমূল্যে মানসম্মত খাদ্য নিশ্চিত করতে ঘোষিত ‘ফুড কার্ড’ কার্যক্রম দ্রুত চালু করতে হবে এবং এর বাস্তবায়নে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করতে হবে।
সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি মনিরুজ্জামান মনির, প্রেস বিজ্ঞপ্তি উপস্থাপন করেন দপ্তর সম্পাদক কাজী আহাদ।
রিপোর্টার্স২৪/আরএইচ