| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের উদ্দেশে খামেনির কঠোর হুঁশিয়ারিতে প্রতিরোধ ও প্রতিশোধের স্পৃহা স্পষ্ট

  • আপডেট টাইম: 18-06-2025 ইং
  • 41626 বার পঠিত
যুক্তরাষ্ট্রের উদ্দেশে খামেনির কঠোর হুঁশিয়ারিতে প্রতিরোধ ও প্রতিশোধের স্পৃহা স্পষ্ট
ছবির ক্যাপশন: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: এএফপি

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আজ বুধবার  যুক্তরাষ্ট্রের উদ্দেশে একাধিক কড়া বার্তা দিয়েছেন, যা দেশটির প্রতিরোধ ও প্রতিশোধের স্পৃহা স্পষ্ট করেছে।

খামেনি বলেন, ইরান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচির নিয়ে আলোচনা করছিল, এমন সময়ে ইসরায়েল প্রথম বিমান হামলা করে। অথচ তখন তেহরানের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক উত্তেজনা বা হুমকি ছিল না। এ সময় ইরান শান্তির পথেই ছিল।

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে তিনি বলেন, ইরান কখনও আত্মসমর্পণ করবে না। বরং, আমেরিকা যদি সামরিকভাবে হস্তক্ষেপ করে, তাহলে তার পরিণতি হবে "অপরিবর্তনীয় ও ভয়াবহ"।

তৃতীয়ত, তিনি বলেন, মার্কিন হস্তক্ষেপ আসলে ইসরায়েলের দুর্বলতারই প্রমাণ—এই সংকটে ইসরায়েল একা কিছু করতে পারছে না বলেই আমেরিকার সহায়তা নিচ্ছে।

খামেনি একইসঙ্গে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত সাধারণ ইরানি নাগরিকদের প্রতি সংহতির বার্তাও দেন, জানান, "জাতির এই দুঃসময়ে নেতৃত্ব তাদের পাশে আছে।"

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য ইরানের প্রতিরোধের বার্তা যেমন, তেমনি ভবিষ্যতের প্রতিশোধ-প্রক্রিয়ার আগাম ঘোষণা হিসেবেও দেখা হচ্ছে।


-আল জাজিরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪