| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বার্সা-মেসি সম্পর্কের শেষ বকেয়া মিটছে এবার, মিলছে কোটি টাকার প্রাপ্য

  • আপডেট টাইম: 29-06-2025 ইং
  • 17628 বার পঠিত
বার্সা-মেসি সম্পর্কের শেষ বকেয়া মিটছে এবার, মিলছে কোটি টাকার প্রাপ্য
ছবির ক্যাপশন: বার্সা-মেসি সম্পর্কের শেষ বকেয়া মিটছে এবার, মিলছে কোটি টাকার প্রাপ্য

রিপোর্টার্স২৪ ডেস্ক : ২০২১ সালে আবেগভরা এক বিদায়ের মধ্য দিয়ে বার্সেলোনা ছাড়েন ক্লাব ইতিহাসের সেরা তারকা লিওনেল মেসি। চোখের জল আর কণ্ঠ ভার করা সেই বিদায় আজও ভুলতে পারেনি ফুটবলবিশ্ব। তবে মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক শুধু আবেগেই থেমে ছিল না—থেকে গিয়েছিল একটি আর্থিক অধ্যায়ও, যার নিষ্পত্তি হচ্ছে চার বছর পর।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্ট-এর প্রতিবেদনে জানা গেছে, চলতি মাসেই মেসিকে প্রায় ৫.৯৬ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫ কোটি ৩৯ লাখ টাকা) পরিশোধ করতে যাচ্ছে বার্সেলোনা।

কেন আটকে ছিল এই অর্থ?২০২০ সালে একটি নতুন চুক্তির আওতায় বার্সার কাছ থেকে ধাপে ধাপে ৪৮ মিলিয়ন ইউরো পাওয়ার কথা ছিল মেসির। কিন্তু করোনা মহামারির সময়ে ক্লাবটি চরম আর্থিক সংকটে পড়ে। তাই চুক্তির শেষ কিস্তির অর্থ আটকে যায়।

এই সময় বার্সেলোনায় শুধু মেসিই নন, আর্থিক ক্ষতির মুখে পড়েন আরও অনেক খেলোয়াড়—স্যামুয়েল উমতিতি, সার্জিও বুসকেতস, উসমান দেম্বেলে, কুতিনহো, এমনকি সাবেক কোচ রোনাল্ড কোমানও। তখন ক্লাবের সভাপতি ছিলেন বিতর্কিত নেতা জোসেপ মারিয়া বার্তোমেউ, যাকে মেসির বিদায়ের অন্যতম কারণ হিসেবে ধরা হয়।

বার্সা ছাড়ার পর, বার্সা ছাড়ার পর মেসি যোগ দেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। তবে প্যারিসের জৌলুশপূর্ণ জীবন তার জন্য আরামদায়ক হয়নি। ২০২৩ সালে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে, যেখানে নতুন করে খুঁজে পান নিজের ছন্দ।

ইতিমধ্যে ক্লাবটির হয়ে জিতেছেন লিগস কাপ ২০২৩ এবং সাপোর্টার্স শিল্ড ২০২৪। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, মেসির সঙ্গে এখানে খেলছেন তার বার্সার পুরোনো সতীর্থ বুসকেতস ও জর্দি আলবা।

সম্পর্কের পরিণতি,বার্সেলোনার দেওয়া এই অর্থ শুধু একটি চুক্তির দায় মেটানো নয়, বরং এক কিংবদন্তির প্রতি প্রাপ্য সম্মানও। চার বছর পর হলেও, অর্থ পাওয়ার মাধ্যমে পুরোনো সেই সম্পর্কের শেষ অধ্যায়টিও শেষ হচ্ছে গৌরবের সঙ্গেই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪