| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোনালদোর এক মাসের আয়, মেসির এক বছরের দ্বিগুণ!

  • আপডেট টাইম: 28-06-2025 ইং
  • 18344 বার পঠিত
রোনালদোর এক মাসের আয়, মেসির এক বছরের দ্বিগুণ!
ছবির ক্যাপশন: রোনালদোর এক মাসের আয়, মেসির এক বছরের দ্বিগুণ!

রিপোর্টার্স২৪ ডেস্ক :  আল নাসরকে বিদায় বলে দিয়েছিলেন। ইঙ্গিত দিয়েছিলেন নতুন ঠিকানায় যাওয়ার। পরবর্তী গন্তব্য নিয়ে কয়েক মাসের জল্পনাকল্পনার পর অবশেষে আল নাসরের সঙ্গেই চুক্তি নবায়ন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

বৃহস্পতিবার পর্তুগিজ তারকা সৌদি আরবের ক্লাবটির সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি সই করেছেন। সেটি কি এমনি এমনি? আড়াই বছর আগে রেকর্ড বেতনে সৌদি ক্যারিয়ার শুরু করা রোনালদো এবার যা বেতন পাবেন, সেটি চোখ কপালে ওঠার মতো!

ওয়ার্ল্ড সকার টক-এর তথ্য অনুযায়ী, দুই মৌসুমের জন্য রোনালদোর সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারের চুক্তি করেছে আল নাসর। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৮৯১ কোটি টাকার মতো।

রোনালদোর প্রসঙ্গ যখন আসছে, তখন প্রথাগতভাবেই লিওনেল মেসির নাম চলে আসে। রোনালদো এমন অবিশ্বাস্য আয় করছেন, মেসির আয় তাহলে কত? শুনে অবাক লাগতে পারে। রোনালদো এবার এক মাসে যা আয় করবেন, সেটি যুক্তরাষ্ট্রের লিগে ইন্টার মিয়ামির হয়ে মেসির এক বছরের আয়ের দ্বিগুণ!

গোলডটকম-এর চলতি বছরের এক প্রতিবেদনে জানা গেছে, মেসি ইন্টার মিয়ামিতে বছরে ২০ মিলিয়ন ডলার আয় করেন। রোনালদো নতুন চুক্তিতে এক মাসেই আয় করবেন ৩৯ মিলিয়ন ডলার, যা মেসির এক বছরের আয়ের প্রায় দ্বিগুণ।

ফলে কোনো সন্দেহ ছাড়াই বলা যায়, বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেট রোনালদোই। এবং ৪০ বছর বয়সে রোনালদো পারফরম্যান্সের দিক থেকেও লড়াই করছেন ২৮ বছরের যুবকদের সঙ্গে।

আল নাসরে রোনালদোর ইমপ্যাক্ট শুধু মিডিয়া হাইপ নয়। মাঠেও নিজেকে যেভাবে প্রমাণ করেছেন, বয়সটা যেন রোনালদোর কাছে কেবলই একটি সংখ্যা। সৌদি ক্লাবে ১০৫ ম্যাচে ৯৩ গোল করেছেন রোনালদো। এই বয়সেও দারুণ খেলছেন পর্তুগালের হয়েও, সম্প্রতি জিতেছেন উয়েফা নেশন্স লিগ।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪