| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে অস্ত্র-গাঁজাসহ এক জন গ্রেফতার

  • আপডেট টাইম: 29-06-2025 ইং
  • 17624 বার পঠিত
ফরিদপুরে অস্ত্র-গাঁজাসহ এক জন গ্রেফতার
ছবির ক্যাপশন: জেলার কানাইপুরে বিসমিল্লাহ বেকারি সংলগ্ন হেলাল উদ্দিনের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি :

জেলার কানাইপুরে বিসমিল্লাহ বেকারি সংলগ্ন হেলাল উদ্দিনের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ জুন) দিবাগত মধ্যরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ আর ই ব্যাটালিয়নের ফরিদপুর ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে একটি পিস্তল ও ম্যাগাজিন, চারটি লাইটার পিস্তল, দুই কেজি গাঁজা, ১৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, চারটি খালি মদের বোতল, তিনটি চাইনিজ কুড়াল, ১৬টি ধারালো দেশি অস্ত্র এবং নয়টি স্মার্টফোন উদ্ধার করা হয়। এ সময় মো. ফরহাদ ইসলাম ওরফে কুটি (৩৮) নামের একজনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। তিনি ওই বাড়ির মালিক হেলাল উদ্দিনের ছেলে।

রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে উদ্ধারকৃত অস্ত্র-মাদকসহ গ্রেফতারকৃত ফরহাদ ইসলাম কুটিকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ ইসলাম কুটি দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে সন্দেহ ছিল। যৌথ বাহিনীর এমন অভিযান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ জানিয়েছে, এই অভিযানের মাধ্যমে এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড আরও জোরদার করা হবে।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪