| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্বিতীয় টেস্ট : শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানেই হার বাংলাদেশের

  • আপডেট টাইম: 28-06-2025 ইং
  • 18467 বার পঠিত
দ্বিতীয় টেস্ট : শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানেই হার বাংলাদেশের
ছবির ক্যাপশন: ক্যাচ আউট হন লিটন/এএফপি

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :

৩৮.৪ ওভারে ৬ উইকেটে ১১৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ৪৪.২ ওভারে থারিন্দু রত্নায়েকের বলে ইবাদতের (৬) এলবিডব্লু হওয়ার মধ্য দিয়ে দ্বিতীয় ইনিংসে অলআউট হলো বাংলাদেশ।

আজ চতুর্থ দিনে ৫.৪ ওভার টিকেছে বাংলাদেশের ইনিংস। এর মধ্যে ১৮ রানে বাকি ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে অলআউট হলো তারা।

৪৪.২ ওভারে দ্বিতীয় ইনিংসে ১৩৩ রান তুলতে পেরেছে বাংলাদেশ। এতে ইনিংস ও ৭৮ রানে কলম্বো টেস্টে হারল নাজমুল হোসেনের দল। দুই ম্যাচের টেস্ট সিরিজেও ১–০ তে হারল বাংলাদেশ। গলে প্রথম টেস্ট ড্র করেছিল দুই দল।

২১১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম সাত ব্যাটসম্যান মোটামুটি শুরুর পরও ক্রিজে থিতু হতে পারেননি। ৫৩ বলে সর্বোচ্চ ২৬ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। লঙ্কান স্পিনাররা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মোট ৯ উইকেট নেন।

প্রথম ইনিংসেও এনামুল হক বাদে বাংলাদেশের সব ব্যাটসম্যানই ভালো শুরু পেয়েছিলেন। কিন্তু কেউ বড় ইনিংস খেলতে পারেননি। দুই ইনিংসের একটিতেও বাংলাদেশের কারও ফিফটি নেই।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার প্রবাত জয়াসুরিয়া। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে পাতুম নিশাঙ্কার ১৫৮ রানের ইনিংস এই টেস্টে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। তাতে অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতারও অবদান কম না!

টেস্ট সিরিজ শেষে এখন ওয়ানডে সিরিজের অপেক্ষা। তিন ম্যাচের এই সিরিজে প্রথম ম্যাচ হবে আগামী বুধবার কলম্বোয়।


সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৪৭ ও ১৩৩ ( মুশফিক ২৬, এনামুল ১৯, নাজমুল ১৯, মুমিনুল ১৫, লিটন ১৪; জয়াসুরিয়া ৫/৫৬, ধনঞ্জয়া ২/১৩, থারিন্দু ২/১৯)।

শ্রীলঙ্কা: ৪৫৮।

ফল: শ্রীলঙ্কা ইনিংস ও ৭৮ রানে জয়ী।

ম্যাচসেরা: পাতুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা)।

সিরিজসেরা: পাতুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা)।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪