| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই ইনিংসে ব্যর্থতা, হারের কবলে বাংলাদেশ

  • আপডেট টাইম: 27-06-2025 ইং
  • 19894 বার পঠিত
দুই ইনিংসে ব্যর্থতা, হারের কবলে বাংলাদেশ
ছবির ক্যাপশন: দুই ইনিংসে ব্যর্থতা, হারের কবলে বাংলাদেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক : গলে প্রথম টেস্টে লড়াকু পারফরম্যান্সের পর কলম্বোতে এসে যেন ছন্দ হারিয়ে ফেলেছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ইনিংস ব্যবধানে হার এখন খুব একটা দূরের বাস্তবতা নয় নাজমুল হোসেন শান্তর দলের জন্য।

তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে মাত্র ১১৫ রান তুলতে পেরেছে সফরকারীরা। হাতে আছে ৪ উইকেট, পিছিয়ে এখনো ৯৬ রানে। ১৩ রান নিয়ে উইকেটে আছেন লিটন দাস। অপর প্রান্তে নতুন ব্যাটার।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই ব্যর্থতার চিত্রটা স্পষ্ট হয়ে ওঠে। দুই ইনিংসেই বাজে ব্যাটিং করেছেন এনামুল হক বিজয়। গলে দুই ইনিংসে ব্যর্থ হয়েও কলম্বো টেস্টে তাকে সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু ফের নিজেকে প্রমাণে ব্যর্থ এই ওপেনার। ১৯ রান করে ফেরেন তিনি, ভাঙে ৩১ রানের উদ্বোধনী জুটি।

তার ঠিক ৩ বল পরই ফিরেছেন আরেক ওপেনার সাদমান ইসলাম, ১২ রান করে। এরপর তিন নম্বরে নামা মুমিনুল হকও হতাশ করেছেন। উইকেটে কিছুটা সময় কাটিয়ে শেষ পর্যন্ত ১৫ রানে ফিরেছেন তিনিও।

মিডল অর্ডারে শান্ত এবং মুশফিকুর রহিম কিছুটা আশার আলো দেখালেও সেটিকে বড় ইনিংসে রূপ দিতে ব্যর্থ হয়েছেন দুজনই। শান্ত ৪৮ বলে ১৯ ও মুশফিক ৫৩ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন। মেহেদী হাসান মিরাজও নামের পাশে যোগ করেন মাত্র ১১ রান।

এর আগে, বাংলাদেশের প্রথম ইনিংসে মাত্র ১৬৫ রানে অলআউট হওয়ার পর শ্রীলঙ্কা ব্যাট হাতে দাপট দেখিয়ে ৪৫৮ রান করে ইনিংস ঘোষণা করে। টাইগার বোলারদের মধ্যে তাইজুল ইসলাম একমাত্র উজ্জ্বল ছিলেন, ৫ উইকেট নিয়ে।

সংকটে বাংলাদেশ চতুর্থ ইনিংসে হার এড়াতে হলে বাংলাদেশের দরকার লোয়ার অর্ডারের কাছ থেকে বড় কোনো লড়াই। কিন্তু উইকেটের চরিত্র ও শ্রীলঙ্কার স্পিন আক্রমণের তোপে সেই সম্ভাবনা ক্ষীণই মনে হচ্ছে।

এই অবস্থায় ইনিংস ব্যবধানে হার এড়ানোই এখন বাংলাদেশের প্রথম লক্ষ্য।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪