ভাঙ্গা প্রতিনিধি : ‘কৃষিই সমৃদ্ধি, দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলার ভাঙ্গা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে তিনদিন ব্যাপী জাতীয় ফল মোলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ কৃষি অফিস সংলগ্ন চত্বরে জাতীয় ফল মেলার উদ্বোধন করেন ভাঙ্গা সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া।
এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন, নির্বাচন অফিসার মো. হাঁচেন উদদীন, সমাজ সেবা অফিসার মোহাম্মদ মোমিনুর রহমান, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. কাওসার মাতুব্বর, উপসহকারী কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন, সাংবাদিক সরোয়ার হোসেন, এটিএম ফরহাদ নাননু ও মামুনুর রশীদ প্রমুখ।
জাতীয় ফল মেলায় দেশীয় বিভিন্ন প্রজাতির ফলের ডিসপ্লে ও গুণাগুণ তুলে ধরার মধ্যে দিয়ে আগামী ২১জুন মেলার সমাপ্তি হবে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।
রিপোর্টার্স২৪/আরএইচ