রিপোর্টার্স২৪ ডেস্ক : গল টেস্টে রানের বন্যা বাইছে। মঙ্গলবার শ্রীলংকার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।
সেই অবস্থা থেকে দলকে টেনে পাঁচশো রানের কাছাকাছি নিয়ে যান মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। সাবেক অধিনায়ক মুশফিক করেন ১৬৩ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ১৪৮ রান। আর উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস করেন ৯০ রান। এই তিন তারকার ব্যাটিংশৈলীতে প্রথম ইনিংসে ৪৯৫ রান তুলতে সক্ষময় হয় বাংলাদেশ।
আজ তৃতীয় দিনের শুরুতে নাহিদ রানার উইকেট হারিয়ে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ। দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনের শেষ বিকেল পর্যন্ত তিন সেশন খেলে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান করে শ্রীলংকা।
ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়ার একিবারে শেষ মুর্হুতে আউট হন পাথুম নিশাঙ্কা। ২৭ বছয়র বয়সী এই ওপেনার হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার আগে ২৫৬ বল মোকাবেলা করে ২৩টি চার আর একটি ছক্কার সাহায্যে করেন ১৮৭ রান।
টেস্ট ক্যারিয়ারে এটাই তার সর্বোচ্চ রানের ইনিংস। তবে গত বছর ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরির স্বাদ পান নিশাঙ্কা। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে ১১৯ বল মোকাবেলা করে ৫টি চারের সাহায্যে ৫৬ রান করেন শ্রীলংকার সাবেক আরেক অধিনায়খ দীনেশ চান্ডিমাল। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমে ৫৯ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৩৯ রান করেন শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৩৪ বলে ২৯ রান করেন আরেক ওপেনার লাহিরু উদারা।
তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলংকার সংগ্রহ ৪ উইকেটে ৩৬৮ রান। বাংলাদেশ থেকে এখনও ১২৭ রানে পিছিয়ে রয়েছে শ্রীলংকা। হাতে আছে ৬ উইকেট। ৩৭ ও ১৭ রানে অপরাজিত আছেন কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।
রিপোর্টার্স২৪/ ঝুম