| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় স্বতন্ত্র মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবীতে শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি

  • আপডেট টাইম: 19-06-2025 ইং
  • 36848 বার পঠিত
বগুড়ায় স্বতন্ত্র মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবীতে শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি
ছবির ক্যাপশন: বগুড়ায় স্বতন্ত্র মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবীতে শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় স্বতন্ত্র মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবীতে বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেছে বগুড়া মাদরাসা শিক্ষা বোর্ড বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব বন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে দাবী করা হয়, সমগ্র বাংলাদেশের জন্য একটি মাত্র শিক্ষা বোর্ড যা ঢাকায় অবস্থিত। দেশে বর্তমানে ১০ সহস্রাধিক দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসার পাশাপাশি আরও ৬ সহস্রাধিক ইবতেদায়ী মাদরাসা পরিচালনার দায়িত্ব রয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ঢাকায়। এ সব মাদরাসার পরীক্ষা গ্রহন, সনদ বিতরণ, পরিদর্শন, স্বীকৃতি ও নবায়নসহ যাবতীয় দায়িত্ব পালন করতে হয় এই বোর্ড কে। আর মাদরাসা সংশ্লিষ্ট যে কোন কাজে সমগ্র দেশের জনগনকে ঢাকায় দৌড়াতে হয়। বিশেষ করে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার ভোগান্তি সবচেয়ে বেশী। সে জন্য রাজশাহী ও রংপুর অঞ্চলের প্রাণকেন্দ্রে অবস্থিত বগুড়ায় একটি আলাদা মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপনের জন্য আশির দশক থেকে ছাত্র-শিক্ষকদের আন্দোলন চলে আসছে।

দেশে সাধারণ ও কারিগরি শিক্ষার জন্য যেখানে ৯টি শিক্ষা বোর্ড রয়েছে। সেখানে মাদরাসা শিক্ষার জন্য একাধিক শিক্ষা বোর্ডের দাবী খুবই যুক্তি সংগত। বিশেষ করে অবহেলিত উত্তরাঞ্চলের জন্য পৃথক একটি মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপন করা সময়ের দাবী। অথচ বিগত স্বৈরাচার আমলে মাদরাসা শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ভাবে বিমাতাসূলভ আচরন করা হয়। বিশেষত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি খ্যাত বগুড়াকে বিএনপি জামায়াত অধ্যুষিত আখ্যায়িত করে সব ধরনের উন্নয়ন ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়।

এমতাবস্থায় বিগত জুলাই-আগষ্টের রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তবর্তী সরকারের সময়ে দেশব্যাপী বৈষম্যদূরীকরনের যেসব দৃশ্যমান উদ্যোগ গৃহীত হয়েছে তার প্রেক্ষাপটে আমরা বগুড়াবাসী আশাবাদী যে, বগুড়ার বঞ্চনা অবসানের অংশ হিসেবে উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ায় একটি স্বতন্ত্র মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপনের ন্যায় সংগত দাবী অবিলম্বে বাস্তবায়ন করা হবে।

অবিলম্বে বগুড়ায় মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবীতে স্মারকলিপি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া মাদরাসা শিক্ষা বোর্ড বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা রেজাউল বারী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা এনামুল হক, মাওলানা ইউসুফ আলী, মাওলানা আব্দুল মান্নান, সুপার মুসলিম উদ্দিন, ওমর ফারুক, ড. আব্দুল বারী রশিদি, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আজাহার আলী, মাওলানা আব্দুর রহিম, ড. শফিকুল ইসলাম প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪