কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নারীরা ঢাল হিসাবে কাজ করেছেন। ঘর-সংসার সামলিয়ে রাজপথের আন্দোলনে প্রথম সারিতে অবদান রেখেছেন নারীরা। তাই আজ নারী নেতৃত্বের অবদানকে স্বীকার করে তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে গাজীপুর জেলা মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত "রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক" আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কাপাসিয়া সদরে অবস্থিত 'মডিউল কনভেনশন সেন্টারে' এই সভা অনুষ্ঠিত হয়।
মূলদলের কমিটিতে আনুপাতিক হারে নারীদের জায়গা করে দিতে হবে উল্লেখ করে আফরোজা আব্বাস বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের মূল্যায়নে কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাস্ট্র মেরামতের ৩১ দফার ২৪ দফায় নারীদের যথাযোগ্য মর্যাদার কথা বলেছেন। তা বাস্তবায়ন হলে গণতান্ত্রিক ভাবেই নারীদের মূল্যায়ন বাড়বে এবং প্রাতিষ্ঠানিক রূপ নিবে।
তিনি বলেন, কাপাসিয়ার কৃতিসন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ জাতীকে বার বার দিকনির্দেশনা দিয়েছেন। জাতীয় বীর হান্নান শাহ্ ছিলেন আমার ভাসুরের মতো। তিনি মির্জা আব্বাসের বড় ভাইয়ের ভূমিকা পালন করেছেন। কাপাসিয়ার সার্বিক উন্নয়নে ব্যাপক পরিকল্পনা করেছিলেন। রেখে যাওয়া তাঁর সুযোগ্য উত্তরসূরী কাপাসিয়ার অভিভাবক উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ আমার সন্তান তুল্য। আমি তাঁকে অনেক স্নেহ করি। পরিবারের ঐতিহ্যকে ধারণ করে সবার সাথে সৌজন্যতা রক্ষা করে চলছেন। বিগত আন্দোলনে জেল জুলুম ও হামলা মামলার স্বীকার হয়েছেন। তাঁকে আপনারা আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতা করবেন। তিনি গাজীপুর জেলা মহিলা দল, তথা কাপাসিয়া উপজেলা মহিলা দলসহ সকল ইউনিটের নেতৃবৃন্দদের একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আলোচনা সভায় গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী সভাপতিত্বে সাধারণ সম্পাদক গুলনাহার বেগমের পরিচালনায় আরও বক্তব্য রাখবেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান, জেলা বিএনপির সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, ঢাকা মহানগর মহিলা দল নেত্রী তাবাসসুম টুম্পা, জেলা বিএনপির সদস্য আজগর হোসেন খান, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মো. সেলিম হোসেন আরজু প্রমুখ।
রিপোর্টার্স২৪/আরএইচ