বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন দুই পুলিশ সদস্য। ঘটনার পাঁচ দিন পর পুলিশের বিশেষ অভিযানে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত তিনটার দিকে সোনাতলার নওদাবগা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামির নাম মুরাদুন্নবী নিশান (২৭)। তিনি বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি (ওলির বাজার) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক, অপহরণ, চুরি ও সন্ত্রাসী কার্যক্রমসহ অন্তত পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
এর আগে গত রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকায় সাজাপ্রাপ্ত আসামি নিশানকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ সদস্যদের উপর হামলা চালানো হয়।
আহতরা হলেন—উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মো. জাহাঙ্গীর আলম (৪২) ও কনস্টেবল মো. মানিকুজ্জামান (৪৫)। বর্তমানে তাঁরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি নিশানকে ধরতে গেলে তিনি হঠাৎ একটি দোকানে ঢুকে পড়ে এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে ধারালো ছুরি নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে এটিএসআই জাহাঙ্গীর আলমের পেট ও বুকে এবং কনস্টেবল মানিকুজ্জামানের হাতে ও উরুতে আঘাত লাগে। পরে সহকর্মীরা তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ১৬ জুন বগুড়া সদর থানায় মামলা (নং-৩২) দায়ের করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, ‘গ্রেপ্তারকৃত নিশান একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। পুলিশের উপর হামলা করে পালিয়ে গেলেও শেষ পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।’
.
রিপোর্টার্স২৪/এস