বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সর্বজনীন পেনশন স্কিমে উৎসাহ বাড়াতে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। জনগণকে আগ্রহী করে তুলতে অনুষ্ঠিত মেলায় দিনভর প্রগতি, প্রবাস, সমতা ও সুরক্ষাসহ নানা পরামর্শ সেবা দেওয়া হয়।
বুধবার (১৮ জুন) সকালে বগুড়া শহরের শহিদ খোকন পার্কে পেনশন মেলার আয়োজন করে জেলা প্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের (অর্থ বিভাগ) জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক, পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব হোসনা আফরোজা।
সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ, নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন- প্রতিপাদ্যে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) এ ওয়াই এম জিয়াউদ্দীন আল-মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, সিভিল সার্জন ডা. একেএম মোফাখখারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. আলমগীর।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, জনগণকে পেনশন স্কিমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা এবং বিস্তারিত তথ্য জানাতে এই মেলার আয়োজন করা হয়। জেলার ১২টি উপজেলা প্রশাসন, বিভিন্ন ব্যাংকসহ বগুড়ার যুব উন্নয়ন অধিদপ্তরের ৩৩টি বুথে (স্টল) দিনভর সেবা দেয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় মেলা।
রিপোর্টার্স২৪/আরএইচ