| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে ১৭ জন জুলাই শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

  • আপডেট টাইম: 18-06-2025 ইং
  • 40746 বার পঠিত
লক্ষ্মীপুরে ১৭ জন জুলাই শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরে ১৭ জন জুলাই শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুথানে ১৭ জন শহীদ পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা পরিষদের সহায়তায় এই আর্থিক অনুদান প্রদান করা হয়।

এতে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আকতার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশ্রাফুন্নেছা, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক আরমান হোসাইন, সদস্য সচিব শাহেদুর রহমান রাফি, ছাত্র প্রতিনিধি মো. সারোয়ার।

প্রশাসন সূত্রে জানা যায়, জেলা পরিষদের সহায়তায় জুলাই অভ্যথানে লক্ষ্মীপুরের ১৭ জন শহীদ পরিবারকে ২ লাখ টাকা করে মোট ৩৪ লাখ টাকা আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জুলাই অভ্যুথানে আহত ও শহীদ পরিবারের আর্থিক সহায়তা এবং সব ধরনের নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪