| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডা. জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ায় নানা কর্মসূচি

  • আপডেট টাইম: 18-06-2025 ইং
  • 40796 বার পঠিত
ডা. জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ায় নানা কর্মসূচি
ছবির ক্যাপশন: ডা. জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ায় নানা কর্মসূচি

বগুড়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও খ্যাতনামা চিকিৎসক ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় নানা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

বুধবার (১৮ জুন) সকালে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

এতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি নেতা ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চান, হামিদুল হক চৌধুরী হিরু, তাহাউদ্দিন নাহিন, যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবকদল সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, মহিলা দলের নেত্রী নাজমা আক্তার, আমিনুল হক দেওয়ান সজল, মিডিয়া সেলের সমন্বয়কারী কালাম আজাদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ প্রতিরোধে ডা. জোবাইদা রহমান রচিত সহায়ক পুস্তিকা বিতরণ করা হয়। এছাড়াও সেখানে রোগীদের মাঝে খাদ্য বিতরণ, চিকিৎসাসেবা প্রদান এবং আরও বিভিন্ন সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে একটি চিকিৎসক দল সেবায় অংশ নেন।

এ উপলক্ষে বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪