ঠাকুরগাঁও প্রতিনিধি: কৃষকের হাতে মানসম্মত বীজ পৌঁছে দিতে ও ডিলারদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। ‘কৃষক পর্যায়ে বিএডিসির বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালায় জেলার ১০০ জন বীজ ডিলার অংশ নেন।
বুধবার (১৮ জুন) সকাল থেকে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালাটি ঠাকুরগাঁও কলেজপাড়ায় বিএডিসির বীআমপক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বীজ ডিলারদের বীজের গুণগতমান, প্রক্রিয়াজাতকরণ, সঠিক সংরক্ষণ, কৃষকের কাছে নির্ভরযোগ্য তথ্য সরবরাহ এবং বাজার ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এসময় বক্তারা বলেন, কৃষিতে টেকসই অগ্রগতি নিশ্চিত করতে হলে মাঠপর্যায়ের ডিলারদের সঠিক জ্ঞান থাকা জরুরি। তাঁরা যেন বীজের মান যাচাই করতে পারেন, কৃষকদের উপযোগী জাত চিহ্নিত করে পৌঁছে দিতে পারেন সেজন্যই এ প্রশিক্ষণ।
প্রশিক্ষণে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম, কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, বিএডিসি বীজ প্রক্রিয়াজাত কেন্দ্রের উপপরিচালক ফারুক হোসেন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আনিসুর রহমান এবং দিনাজপুর বিএডিসি বিপণন কেন্দ্রের যুগ্ম পরিচালক আব্দুর রশিদ প্রমুখ।
রিপোর্টার্স২৪/আরএইচ