| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৩ ছক্কার তাণ্ডবে ম্যাক্সওয়েলের বিধ্বংসী সেঞ্চুরি

  • আপডেট টাইম: 18-06-2025 ইং
  • 41051 বার পঠিত
১৩ ছক্কার তাণ্ডবে ম্যাক্সওয়েলের বিধ্বংসী সেঞ্চুরি
ছবির ক্যাপশন: ১৩ ছক্কার তাণ্ডবে ম্যাক্সওয়েলের বিধ্বংসী সেঞ্চুরি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

দলকে মনমত নিজের পারফরম্যান্স উপহার দিতে পারছেন না- এই অনুশোচনা থেকেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে মাত্র কয়েকদিন আগেই বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু টি-টোয়েন্টিতে তিনি ঠিকই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) মঙ্গলবার ৪৮ বলে ঝোড়ো এক সেঞ্চুরি করেন তিনি।

এ নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ম সেঞ্চুরির দেখা পেলেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার। ওয়াশিংটন ফ্রিডমের হয়ে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের বিপক্ষে ৪৯ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন তিনি। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সকে ৯৫ রানে অলআউট করে দিয়ে ওয়াশিংটন ফ্রিডম ম্যাচটি জিতে নেয় ১১৩ রানের বিশাল ব্যবধানে।

অকল্যান্ড কলিসিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ওয়াশিংটন ফ্রিডম। শুরুর দিকে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। ৪ উইকেট হারিয়ে ৬৮ রানের মাথায় মাঠে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। নেমেই ঝড় তোলেন ম্যাক্সি।

১৩টি ছক্কার মার মারেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স বোলারদের তুলোধুনো করে ম্যাক্সওয়েল উইকেটের চারদিকে ছক্কা হাঁকাতে থাকেন। বাউন্ডারি হাঁকান মাত্র ২টি। তিন ম্যাচে এটা ওয়াশিংটন ডিসির দ্বিতীয় জয়। তারা রয়েছে তিন নম্বর স্থানে। অনস্যদিকে লস অ্যঞ্জেলেস নাইট রাইডার্স তিন ম্যাচের তিনটিতেই হেরে রয়েছ ৫ম স্থানে। রান রেটে এগিয়ে থাকায় শেষ দল হতে হয়নি তাদেরকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪