| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিল্ডিংয়ে লঙ্কানদের হতাশা, মধ্যাহ্নবিরতিতে মুশফিক-লিটন

  • আপডেট টাইম: 18-06-2025 ইং
  • 41321 বার পঠিত
ফিল্ডিংয়ে লঙ্কানদের হতাশা, মধ্যাহ্নবিরতিতে মুশফিক-লিটন
ছবির ক্যাপশন: মধ্যাহ্নবিরতিতে মুশফিক-লিটন

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :

গল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২৭ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ৯১ রান যোগ করেছে বাংলাদেশ। এতে প্রথম ইনিংসে বাংলাদেশের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৩৮৩ রান।

মুশফিকুর রহিম ১৪১ আর লিটন দাস ৪৩ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে গেছেন। পঞ্চম উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটিটি ৭৪ রানের।

এই সেশনে বাজে ফিল্ডিংয়ে হতাশা বেড়েছে বাংলাদেশের। মুশফিক ও লিটনের দুটি ক্যাচ মিস করেছেন লঙ্কান ফিল্ডাররা।

ইনিংসের ১০৮তম ওভারের চতুর্থ বলে মুশফিকের ফিরতি ক্যাচ মিস করেন স্পিনার প্রবাত জয়সুরিয়া। ডাউন দ্য উইকেটে এসে বেশ জোরে ব্যাট চালিয়েছিলেন মুশফিক। বল জয়সুরিয়ার মাথার ওপর দিয়ে গেলেও নাগালের ভেতরেই ছিল। কিন্তু লঙ্কান স্পিনার দ্রুত গতিতে ছুটতে থাকা বলটি তালুবন্দি করতে পারেননি।

থারিন্দু রথনায়েকের করা পরের ওভারের প্রথম বলে ডিপ মিডউইকেটে ক্যাচ তোলেন লিটন। ডাইভ দিয়েও বাংলাদেশ ব্যাটারের ক্যাচ নিতে পারেননি পাথুম নিশাঙ্কা।

এই সেশনে লঙ্কানদের প্রাপ্তি কেবল নাজমুল হোসেন শান্তর উইকেট।

আজ বুধবার ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৩৬ আর মুশফিকুর রহিম ১০৫ রান নিয়ে দিনের খেলা শুরু করেন।

ভক্ত-সমর্থকরা আশা করছিলেন শান্ত ২০০ রানের ইনিংস খেলতে পারবেন। মুশফিকও আশা করছিলেন সেটি। কিন্তু তাদের আশা পূরণ হয়নি।১৫০ রানের কাছাকাছি গিয়ে আউট হন শান্ত।

দ্বিতীয় দিনের সপ্তম ওভারে শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোর বলে ড্রাইভ করতে চেয়েছিলেন শান্ত। কিন্তু শর্টটি ভালো হয়নি। মিডঅফে অ্যাঞ্জেলো ম্যাথিউজের হাতে ক্যাচ হয়ে যান বাংলাদেশ অধিনায়ক।

২৭৯ বলে ১৪৮ রানের (১৫ চার ১ ছক্কায়) দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন শান্ত। এতে ভাঙে চতুর্থ উইকেটে বাংলাদেশের ২৬৪ রানের অনবদ্য জুটি।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪