| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে ২৮টি বিভিন্ন জাতের গাছ কেটে ফেলার অভিযোগ

  • আপডেট টাইম: 17-06-2025 ইং
  • 42507 বার পঠিত
বাউফলে ২৮টি বিভিন্ন জাতের গাছ কেটে ফেলার অভিযোগ
ছবির ক্যাপশন: বাউফলে ২৮টি বিভিন্ন জাতের গাছ কেটে ফেলার অভিযোগ

বাউফল প্রতিনিধি: বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দিয়ারা কচুয়া এলাকার সামছুল হক মাতব্বরের বাড়ির ২টি রেইনট্রি, চাম্বুল গাছ ও বিভিন্ন জাতের প্রায় ২৮ টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে সাকিব হাসান সিজার ও বাদল খানের বিরুদ্ধে।   

সোমবার (১৬ জুন) এই গাছ কাটার বিষয়ে বাউফল থানায় একটি অভিযোগ দিয়েছেন মো. সামছুল হক মাতব্বর।

অভিযোগ সূত্রে জানা গেছে, সামছুল হক মাতব্বরের ১৫ নং চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়াড দিয়ারা কচুয়া এলাকার বাড়িতে থাকা কয়েক শত বিভিন্ন জাতের গাছ রয়েছে তার ভিতর থেকে ২৮টি গাছ কেটে ফেলে রেখেছে সাকিব ও বাদল। প্রায়ই এরকম গাছ কেটে ও জমি চাষে বাঁধা দিচ্ছে এবং সংঘবদ্ধ দল নিয়ে হয়রানি করেন তারা।

শামছুল হক মতাব্বর বলেন, সাকিব হাসান সিজার আমার চাচাতো ভাইয়ের ছেলে, তাদের অংশ বিক্রি করে দিয়েছেন অনেক দিন আগে। তাদের বর্তমানে ১ শতাংশ জমি এখানে নেই তারপরে ও প্রতিনিয়ত আমাকে জমিজমা চাষে বাঁধা দিয়ে আসছে। তিনি বলেন, ২৭ টি গাছের অনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। 

এবিষয়ে সাকিব হাসান সিজারকে একাধিক বার মোবাইলে ফোন করলে রিসিভ করেন নি তিনি। 

এ বিষয়ে বাউফল থানার  ওসি তদন্ত  মো. আতিকুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪