| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরার শ্রীপুরে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে ৮০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম: 17-06-2025 ইং
  • 42789 বার পঠিত
মাগুরার শ্রীপুরে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে ৮০ হাজার টাকা জরিমানা
ছবির ক্যাপশন: মাগুরার শ্রীপুরে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে ৮০ হাজার টাকা জরিমানা

শ্রীপুর প্রতিনিধি: সরকারি নিয়মনীতি উপেক্ষা করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধীক দামে সার বিক্রি ও ফার্মেসীতে ভুয়া চিকিৎসক বসিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে ভ্রাম্যমান আদালতে মাগুরার শ্রীপুরের দুইটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ জুন) মাগুরার উপজেলার কাজলী বাজারে অবস্থিত বিসিআইসি সার ডিলার মেসার্স রহমান ট্রেডার্স এর স্বত্বাধিকারী মুশফিকুর রহমান কালনের সার গুদামে ওইদিন সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

অভিযানকালে তারা প্রমাণ পান, মেসার্স রহমান ট্রেডার্স নামের বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান সারকারি নিয়মনীতি উপেক্ষা করে সাধারণ কৃষকদের ঠকিয়ে সরকার নির্ধারিত মূল্য ১৩৫০ টাকার টিএসপি সার ২১৯০ টাকা এবং ১০৫০ টাকার ডিএপি সার ১২৫০ টাকা দরে বিক্রি করছেন। তাছাড়া প্রাতিষ্ঠানটি ক্রয়-বিক্রয়ের উপযুক্ত ভাউচারও দেখাতে অপারগতা প্রকাশ করেন। এ অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির মালিক মুন্সি মো. মুশফিকুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপরই মেসার্স বাবু ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেখানে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ‘ফিজিশিয়ান স্যাম্পল’ ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। একইসঙ্গে, ফার্মেসীতে ভুয়া চিকিৎসক বসিয়ে রোগীদের সাথে প্রতারণা করা হচ্ছে। এসব অপরাধমূলক অপকর্ম করার অভিযোগে ফার্মেসী মালিক মো. রবিউল ইসলাম বাবুকে ৪৫ ও ৫১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী এবং মাগুরা জেলা পুলিশের একটি চৌকস দল। কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলতে থাকবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪