| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে ২০বেদেকে প্রশিক্ষণ শেষে উপকরণ প্রদান

  • আপডেট টাইম: 17-06-2025 ইং
  • 42690 বার পঠিত
চাঁদপুরে ২০বেদেকে প্রশিক্ষণ শেষে উপকরণ প্রদান
ছবির ক্যাপশন: চাঁদপুরে ২০বেদেকে প্রশিক্ষণ শেষে উপকরণ প্রদান

 চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মৌলিক প্রশিক্ষণের সমাপনী হয়েছে। এতে ২০ জন বেদেকে প্রশিক্ষণ প্রদান ও উপকরণ প্রদান করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) বিকালে শহরের কোড়ালিয়া রোডস্থ জেলা সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। 

তিনি বলেন, সমাজসেবা অসহায় মানুষসহ বিভিন্ন সম্প্রদায় নিয়ে কাজ করে। অসহায়দের সাহায্য করাই এই দপ্তরের কাজ। কিন্তু আজকে সমাজসেবা অধিদপ্তর চাঁদপুর বেদে সম্প্রদায়কে নিয়ে এমন একটি আয়োজন করা সত্যিই ধন্যবাদ পাওয়ার যোগ্য। 

ডিসি উপস্থিত বেদে সম্প্রদায় জনগোষ্ঠীদের উদ্দেশ্যে বলেন, এখানে আপনাদের চেহারা দেখে মনেই হয় নাই যে আপনারা বেদে সম্প্রদায়ের। তারমানে নিজেরা নিজেদের নিয়ে চিন্তা করেন। কিভাবে নিজেদের বদলানো যায়, যে সে নিয়ে ভাবেন। 

ডিসি আরো বলেন, আজকে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন কিন্তু সে প্রশিক্ষণ যদি আপনারা কাজে না লাগান তাহলে আপনারা আপনাদের পূর্বের অবস্থানে চলে যাবেন। আজকে সমাজসেবা আপনাদের একটা নতুন স্বপ্ন দেখিয়েছি। স্বপ্ন দেখার জন্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন দিয়েছে। আপনার জীবনের পরিবর্তনের ব্যাপারে আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আপনার আগ্রহ দেখেই আপনাদের জন্যে কাজ করে যাবো। কিন্তু জোর করে আমরা আপনাদের কোন কিছু চাপিয়ে দিবো না। আপনাদের নিজের জিবনমান পরিবর্তনে নিজেদের ইচ্ছাশক্তিকে কাজে লাগাতে হবে। 

এসময় জেলা প্রশাসক বাল্যবিবাহ না দেয়ার জন্যে বিশেষভাবে অনুরোধ করেন। সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি পরিচালক বিল্লাল হোসেনর সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক হাজী মো. মোশাররফ। 

এছাড়াও প্রশিক্ষণপ্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য দেন বেদে সম্প্রদায়ের প্রতিনিধি রোকেয়া বেগমসহ অন্যান্যরা।

আলোচনা শেষে  প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাইমেশিন ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

সমাজসেবা কার্যালয়ের সূত্রে জানা যায়, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৪৫ দিনব্যাপী ২০ জনকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যককে ১টি করে সেলাইমেশিন ও নগদ ১০হাজার টাকা প্রদান করা হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪