| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টানা দুই বলে সাদমান-মুমিনুলকে তুলে নিলেন লঙ্কান রহস্যস্পিনার

  • আপডেট টাইম: 17-06-2025 ইং
  • 44072 বার পঠিত
টানা দুই বলে সাদমান-মুমিনুলকে তুলে নিলেন লঙ্কান রহস্যস্পিনার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :

দুই হাতেই বল করতে পারেন তিনি। এমন রহস্যস্পিনার থারিন্দু রথনায়েকের আজ মঙ্গলবার শ্রীলঙ্কা দলে অভিষেক হয়েছে। তার হাতেই কুপোকাত হয়েছেন বাংলাদেশের দুই সেট ব্যাটার সাদমান ইসলাম ও মুমিনুল হক, যারা দ্বিতীয় উইকেটে বাংলাদেশকে আলো দেখাচ্ছিলেন।

ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে সাদমানকে স্লিপে ধনাঞ্জয়া ডি সিলভার হাতের ক্যাচ বানান রথনায়েক। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে ১৭তম ওভারের প্রথম বলেই মুমিনুলকে সেই ডি সিলভার হাতেই জমা করেন তিনি। অর্থাৎ টানা দুই বলে দুটি উইকেট তুলে বাংলাদেশের ইনিংসে হঠাৎ ধস নামিয়ে দিয়েছেন রথনায়েক।

দলীয় ৫ রানে প্রথম উইকেটের পতনের পর জুটি গড়ার চেষ্টা করছিলেন সাদমান ও মুমিনুল। কিন্তু দ্বিতীয় উইকেটে তাদের জুটিটি ৩৪ রানের চেয়ে বেশি লম্বা হাতে পারেনি।

সাদমানের উইকেট পতনের মাধ্যমে জুটি ভাঙে। ৫৩ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন সাদমান। ৩৩ বলে ২৯ রান করেন মুমিনুল।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ৫২ রান। নাজমুল হোসেন শান্ত ৩ আর মুশফিকুর রহিম ৩ রানে অপরাজিত।

আজ মঙ্গলবার গলে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

শুরু থেকেই খুব রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন ওপেনার এনামুল হক বিজয়। গলের উইকেটের চরিত্র বোঝার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ডানহাতি ব্যাটারের সেই চেষ্টা বিফলে যায়। ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি বাংলাদেশ ওপেনার। ইনিংসের পঞ্চম ওভারে আউটও হয়ে যান বিজয় (১০ বলে ০)।

শ্রীলঙ্কার ডানহাতি পেসার আসিথা ফার্নান্দোর বলে ঠেকাতে যান বিজয়। কিন্তু কিছুটা বাইরের দিকের বলটি বিজয়ের ব্যাট স্পর্শ করে সোজা গিয়ে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে জমা হয়। দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪