বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ হাফডজন মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। রোববার (১৫ জুন) দিবাগত রাত ২টার দিকে শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিম শহরের নিশিন্দারা চকরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ২০১৮ সালে শহরের কলোনিতে শাকিল হত্যাকাণ্ড সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অযোগে হাফডজন মামলা রয়েছে।
সোমবার (১৬ জুন) দুপুর ১টায় জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া ডিবির ইনচার্জ (ওসি) মো: ইকবাল বাহার জানান, এসআই আরিফুল রহমানসহ ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নিশিন্দারা চকর পাড়ায় শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার দেখানো মতে শয়ন ঘরে খাটের তোষকের নিচ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে ২০১৮ সালে শহরের কলোনিতে শাকিল হত্যাকাণ্ড সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে হাফডজন মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন করে তাকে আদালতে পাঠানো হবে।
রিপোর্টার্স২৪/আরএইচ