| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তেজনার মধ্যেই মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান

  • আপডেট টাইম: 16-06-2025 ইং
  • 46899 বার পঠিত
উত্তেজনার মধ্যেই মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান
ছবির ক্যাপশন: উত্তেজনার মধ্যেই মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান

রিপোর্টার্স২৪ ডেস্ক :

কাষ্মীরের পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি তুলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটারদের কেউ কেউ। তবে সেই উত্তেজনার মাস তিনেক পরই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ বিশ্বকাপের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে।

ভারতে আগামী ৩০ সেপ্টেম্বর মাঠে গড়াবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। তবে ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত হাইভোল্টেজ ম্যাচটি ৫ অক্টোবর নিরপেক্ষ ভেন্যুূতে অনুষ্ঠিত হবে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমনটাই জানা যাচ্ছে। 

সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে গিয়ে খেলতে রাজি ছিল না ভারত। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে ভারতের ম্যাচ রাখা হয়েছিল নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। তবে ভারতের সেই আবদার রাখতে গিয়ে পাকিস্তানের প্রতিও প্রতিশ্রুতি দিয়েছিল আইসিসি।  

ভারতের মাটিতে হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতে গিয়ে অংশ নেবে না– এমন এক বার্তা আগেই দিয়ে রেখেছিল পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সেই দাবি মেনে নিয়ে পাকিস্তানের সব ম্যাচ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।  

আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং স্বাগতিক ভারত সরাসরি টিকিট পেয়েছে। বাকি দুই জায়গা পূরণ হয়েছে বাছাই পর্বের মাধ্যমে। পাকিস্তান ও বাংলাদেশ, যারা চলতি বছরের শুরুতে লাহোরে অনুষ্ঠিত বাছাইপর্বে উত্তীর্ণ হয়। 

আসন্ন বিশ্বকাপ পাঁচটি ভেন্যুতে চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে ২৮টি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে রাউন্ড-রবিন ফরম্যাটে  এবং তিনটি নকআউট ম্যাচ থাকবে। যেগুলো বেঙ্গালুরু, ইন্দোর, গুয়াহাটি, বিশাখাপত্তনম ও কলম্বোতে অনুষ্ঠিত হবে। 

টুর্নামেন্টে পাকিস্তান আগামী ২ অক্টোবর বাংলাদেশের, ১৫ অক্টোবর ইংল্যান্ডের, ১৮ অক্টোবর নিউজিল্যান্ডের, ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার এবং ২৪ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে। প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর গুয়াহাটি বা কলম্বোতে হবে –এটি নির্ভর করবে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার ওপর। দ্বিতীয় সেমিফাইনাল হবে বেঙ্গালুরুতে ৩০ অক্টোবর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর, ভেন্যু নির্ধারিত হয়েছে বেঙ্গালুরু বা কলম্বোর মধ্যে যেকোনো একটি।


রিপোর্টার্স২৪/

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪