| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে ফিরলেন ঋতুপর্ণারা, ভিসা জটিলতায় আটকে গেলেন একজন

  • আপডেট টাইম: 16-06-2025 ইং
  • 47721 বার পঠিত
দেশে ফিরলেন ঋতুপর্ণারা, ভিসা জটিলতায় আটকে গেলেন একজন
ছবির ক্যাপশন: আজ সকালে ভুটানের থিম্পু থেকে ঢাকায় আসেন ঋতুপর্ণা, মারিয়া ও মনিকা চাকমা

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : 

নারী এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট খেলতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ফের দেশে এসেছেন ঋতুপর্ণারা। আজ সকালে ভুটানের থিম্পু থেকে ঢাকায় আসেন ঋতুপর্ণা, মারিয়া ও মনিকা চাকমা। টিকিট জটিলতায় শামসুন্নাহার সিনিয়র আসতে পারেননি। 

জর্ডানে দুটি প্রীতি ম্যাচের জন্য কোচ পিটার বাটলার ভুটান লিগে খেলা পাঁচ জনকে ডেকেছিলেন। গোলরক্ষক রুপ্না চাকমার ক্লাবের খেলা না থাকায় তিনি আর ভুটান যাননি। ঢাকায় দলের সঙ্গে ক্যাম্প করেছেন। বাকি চার ফুটবলার জর্ডান থেকে ফিরে ৭ জুন ভুটানে রওনা হয়েছিলেন। সেই চার জনেরই একসঙ্গে আজ আসার কথা থাকলও তিন জন এসেছেন, ‘শামসুন্নাহার টিকিট পায়নি। এজন্য সে ২১ জুনের ফ্লাইটে আসবেন’-বলেন ঋতুপর্ণা চাকমা। 

ভুটানে বাংলাদেশ জাতীয় দলের ১০ জন ফুটবলার লিগ খেলছেন। ১০ জনের সঙ্গেই বাফুফে চুক্তি করলেও তারা মাসিক আর্থিক সুবিধা পাচ্ছেন না। জাতীয় দলের ক্যাম্পে আসলে তখন থেকে তারা আর্থিক বেতন ভাতা পাবেন। পাঁচ ফুটবলার জর্ডান সিরিজে খেলায় ম্যাচ ফি ও ক্যাম্পের সময়কালীন সম্মানী পাবেন। 

মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয় জুনের শেষ সপ্তাহে। ২৪ অথবা ২৫ জুন বাংলাদেশ মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হতে পারে। শামসুন্নাহার সিনিয়র সেক্ষেত্রে দলের সঙ্গে দেশে তিন চার দিনের বেশি অনুশীলন করতে পারবেন না। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে। 



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪