| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

  • আপডেট টাইম: 16-06-2025 ইং
  • 48221 বার পঠিত
কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
ছবির ক্যাপশন: কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

রিপোর্টার্স২৪ ডেস্ক:

কক্সবাজারে যাত্রীবাহী বাস ও ক্যাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে রামু উপজেলার রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন গণমাধ্যমকে বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে কক্সবাজারগামী একটি ক্যাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে খাদে এবং ক্যাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন বাসযাত্রী নিহত হন। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং এক শিশু রয়েছেন। এ ছাড়া আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই বাস ও ক্যাভার্ডভ্যানের চালকরা পালিয়ে গেছেন জানিয়ে তিনি আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়ি দুটি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪