| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সন্ত্রাসীদের গুলিতে আহত

  • আপডেট টাইম: 16-06-2025 ইং
  • 48200 বার পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সন্ত্রাসীদের গুলিতে আহত
ছবির ক্যাপশন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সন্ত্রাসীদের গুলিতে আহত

রিপোর্টার্স২৪ ডেস্ক:

খুলনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক এস এম সাজিদ হাসান সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। তিনি পেটে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১৫ জুন) রাত পৌনে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে হোটেল আলী কদরের সামনে এই ঘটনা ঘটে।

প্রথমবস্থায় তাকে ময়লাপোতা মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত এস এম সাজিদ হাসান নগরীর বাগমারা এলাকার মৃত এস এস জাহিদ আলীর সন্তান। তিনি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজিদ ও তার বন্ধু হাসান রিকশায় শিববাড়ী মোড়ের থেকে বাগমারা নিজ বাড়িতে যাচ্ছিলেন। 

এ সময় ময়লাপোতা মোড়ে আসলে পেছন থেকে সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে তাকে ধাওয়া করে।

ওসি জানান, এ সময় সাজিদ দৌড়ে নিজেকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীরা তাকে উদ্দেশ্য করে গুলি করে। এতে তার পেটে ও পায়ে গুলি লাগে। 

আহত সাজিদকক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান চিকিৎসকরা। সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪