| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যাত্রাপথে কক্সবাজার এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, দুর্ভোগে ৮ শতাধিক যাত্রী

  • আপডেট টাইম: 15-06-2025 ইং
  • 49289 বার পঠিত
যাত্রাপথে কক্সবাজার এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, দুর্ভোগে ৮ শতাধিক যাত্রী
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স ডেস্ক : কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী আট শতাধিক যাত্রী।

রোববার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনে ট্রেনটি আটকা পড়ে বলে জানান কক্সবাজার আইকনিক রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ গোলাম রব্বানী।

তিনি জানান, ট্রেনটিতে ২৩টি বগিতে প্রায় আট শতাধিক যাত্রী অবস্থান করছেন।

সংশ্লিষ্টদের বরাত দিয়ে গোলাম রব্বানী বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আইকনিক স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। দুপুর দেড়টার দিকে ইসলামাবাদ স্টেশনে পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে আটকা পড়েন আট শতাধিক পর্যটক। ট্রেনটির ইঞ্জিনের মোটর পুড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

আইকনিক স্টেশন ম্যানেজার আরও বলেন, কক্সবাজার স্টেশনে কোনো ধরনের রিলিফ ট্রেন বা লোকোসেড নেই। এতে ট্রেনটি চালু করতে চট্টগ্রাম থেকে ইঞ্জিন আনতে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। ইঞ্জিনটি নিয়ে এরমধ্যেই একটি রিলিফ ট্রেন চট্টগ্রাম থেকে ইসলামাবাদ স্টেশনের দিকে রওনা দিয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান বলেন, চট্টগ্রাম থেকে নতুন ইঞ্জিনসহ একটি রিলিফ ট্রেন রওনা হয়েছে। বিকল হওয়া ইঞ্জিনটি সরিয়ে নতুন ইঞ্জিন সংযোগের পরই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪