নোয়াখালী প্রতিনিধি: স্বেচ্ছাসেবী রক্তদানকারী সামাজিক সংগঠন উই ফর ইউ-এর ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণিকার মোড়ক উন্মোচন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ জুন) সকালে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম মো. সায়েম এবং সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল মাহমুদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, বার্ষিক স্মরণিকার সম্পাদক নোমান শিবলু।
এসময় বক্তারা বলেন, রক্তদানে যে মানবিক আনন্দ পাওয়া যায়, তা অন্য কিছুতে নেই। উই ফর ইউ দল-মত নির্বিশেষে সবার জন্য একটি প্ল্যাটফর্ম।
তারা আরও বলেন, সংগঠনের কর্মকাণ্ড শুধু রক্তদানে সীমাবদ্ধ নয়। বন্যার সময় ফেনী-নোয়াখালীর দুর্গত এলাকায় খাবার বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবাও দিয়েছে তারা।
উল্লেখ্য, ২০১০ সালের ৫ মে প্রতিষ্ঠিত এই সংগঠনটি এখন পর্যন্ত ১৯ হাজার ব্যাগ রক্ত প্রদান করেছে। রক্তদানের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায়ও সংগঠনটি কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সংগঠনটি বিভিন্ন সময়ে বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছে।
ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ফেনী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানবতার কল্যাণে উই ফর ইউ-এর এই পথচলা অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা সবার।
রিপোর্টার্স২৪/আরএইচ