ভাঙ্গা প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া মহাসড়কের বামনকান্দা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ইমরান হোসেন (২৭) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঢাকা থেকে মোটরসাইকেলে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা খালপাড় গ্রামের বাড়িতে ফেরার সময় সকাল নয়টার দিকে তিনি দুর্ঘটনায় নিহত হন। তিনি চুমুরদী গ্রামের শুকুর আলী ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে ঢাকা থেকে ভাঙ্গায় ফেরার সময় বামনকান্দা এলাকায় অজ্ঞাতনামা একটি পরিবহনব তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তার পাশের রেলিংয়ের ছিটকে পড়ে মাথায় আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহটির পরিচয় সনাক্ত হওয়ায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
.
রিপোর্টার্স২৪/এস