| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশে শিল্প উদ্যোক্তা হওয়া অনেক কঠিন : ঢাবি ভিসি

  • আপডেট টাইম: 28-06-2025 ইং
  • 18333 বার পঠিত
বাংলাদেশে শিল্প উদ্যোক্তা হওয়া অনেক কঠিন : ঢাবি ভিসি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, বাংলাদেশে শিল্প উদ্যোক্তা হওয়া অনেক কঠিন, কয়েকবার চেষ্টা করে সফলভাবে পরাজয় বরণ করেছি।

শনিবার (২৮ জুন) জাতীয় প্রেস ক্লাবে শিব্বির মাহমুদ রচিত গ্রন্থ ‘জীবনের পাতা’র প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, শিব্বির মাহমুদ একজন সব্যসাচী মানুষ। বহুমাত্রিক মাত্রার উদ্যোক্তা তিনি। শিক্ষা, শিল্প সবখানে তার হাত গেছে। তার বাস্তব জ্ঞান, জাগতিক জ্ঞান, ধর্মীয় জ্ঞানের বহুমাত্রিক পরিধি পেয়েছি এই বইয়ে। বাংলাদেশে শিল্প উদ্যোক্তা হওয়া অনেক কঠিন, আমি কয়েকবার চেষ্টা করে সফলভাবে পরাজয় বরণ করেছি। সেক্ষেত্রে উনি (শিব্বির মাহমুদ) সফল।

ড. নিয়াজ আহমেদ খান বলেন, রাস্তা দিয়ে যখন যাবেন আপনাকে মানুষ চিনবে না, এটাও সফলতা। এটা পারিবারিক ঐতিহ্য। সেটাও আছে শিব্বির মাহমুদের মাঝে। পলিসিগতভাবে ক্ষমতাকে মনের সাথে সাধারণভাবে নিয়ন্ত্রণের রাখার ক্ষমতা। এ পলিসিও রপ্ত করেছেন উনি। সেজন্য হয়ত উনার শিল্পপ্রতিষ্ঠানে আঘাত কম হয়েছে।

সভাপতির বক্তব্যে সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ বলেন, শিব্বির মাহমুদ আমার বন্ধু, সে একজন দেশপ্রমিক, সেই সাথে ধর্মপ্রাণ মানুষ। তার এই বই তাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।

রিপোর্টার্স২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪