| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে ৩ জন নিহত, আহত ১০

  • আপডেট টাইম: 29-06-2025 ইং
  • 17701 বার পঠিত
ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে ৩ জন নিহত, আহত ১০
ছবির ক্যাপশন: ভারতের ওড়িশার পুরীতে জগন্নাথ রথযাত্রার সময় পদদলিত হয়ে তিনজন মারা গিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

ভারতের ওড়িশার পুরীতে জগন্নাথ রথযাত্রার সময় পদদলিত হয়ে তিনজন মারা গিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। পুরীর গুন্ডিচা মন্দিরে আজ রবিবার (২৯ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রভাতী দাস, বাসন্তী সাহু ও ৭০ বছর বয়সী প্রেমাকান্ত মোহান্তি নামে তিনজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা সবাই খুরদা জেলার বাসিন্দা এবং রথযাত্রায় অংশগ্রহণের জন্য পুরীতে এসেছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশের নিরাপত্তা ব্যবস্থা অপর্যাপ্ত ছিল, যার ফলে ভিড় নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুরীর জেলা কালেক্টর সিদ্ধার্থ শঙ্কর সোয়াইন জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ জানা যাবে ময়নাতদন্তের পর।

তিনি বলেন, ‘নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা ছিল, কিন্তু ভিড় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।’

এ রথযাত্রা জগন্নাথ মন্দির থেকে শুরু হয়ে গুন্ডিচা মন্দিরে পৌঁছায়, যেখানে তিন দেবতা এক সপ্তাহ থাকেন। এ উৎসব ওড়িশার অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পরিচিত। যা প্রতি বছর লাখ লাখ ভক্তের আগমন ঘটে।

এদিকে, এই দুর্ঘটনার পেছনে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিজেডি নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এটিকে ‘ভয়াবহ বিশৃঙ্খলা’ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন এই মন্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ বলে নিন্দা জানিয়েছেন এবং বিজেডি সরকারের অতীত কর্মকাণ্ডের কথা তুলে ধরেছেন। এই দুর্ঘটনা রথযাত্রার মধ্যে নিরাপত্তা ব্যবস্থার জোরদার প্রয়োজনীয়তার কথাও পুনরায় সামনে এনেছে। সূত্র : এনডিটিভি




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪