| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিএনএন ও নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বরখাস্তের দাবি জানালেন ট্রাম্প

  • আপডেট টাইম: 27-06-2025 ইং
  • 20548 বার পঠিত
সিএনএন ও নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বরখাস্তের দাবি জানালেন ট্রাম্প
ছবির ক্যাপশন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

ইরানের পারমাণবিক হামলা সম্পর্কে মার্কিন গোয়েন্দা মূল্যায়ন নিয়ে রিপোর্ট করা সিএনএন ও নিউইয়র্ক টাইমস-এর সাংবাদিকদের ‘অবিলম্বে’ বরখাস্তের দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘সিএনএন ও দ্য নিউইয়র্ক টাইমসের ভুয়া সংবাদ প্রতিবেদকদের অবিলম্বে বরখাস্ত করা উচিত!!!’

সেইসঙ্গে তিনি তাদের ‘খারাপ উদ্দেশ্যপ্রণোদিত খারাপ মানুষ’ বলে অভিহিত করেন।

পৃথক আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন, ‘গুজব হলো যে ব্যর্থ নিউইয়র্ক টাইমস ও ফেক সংবাদমাধ্যম সিএনএন ইরানের পারমাণবিক স্থাপনা সম্পর্কে ভুয়া গল্প তৈরি করা সাংবাদিকদের বরখাস্ত করবে, কারণ তারা এটিকে বড্ড বেশি ভুলভাবে উপস্থাপন করেছে।’

এই সংবাদমাধ্যম দুটি মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে বলেছিল, ‘সপ্তাহান্তে চালানো হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করার পরিবর্তে কেবল কয়েক মাস পিছিয়ে দিয়েছে।’

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড প্রতিবেদনগুলোর সমালোচনা করে দাবি করেন, ফাঁস হওয়া মূল্যায়নগুলো ‘কম আত্মবিশ্বাসের সঙ্গে লেখা’ এবং ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তমূলক নেতৃত্বকে দুর্বল করার জন্য; বেছে বেছে প্রকাশ করা হয়েছে।

ট্রাম্প এর আগে সিএনএন-এর নাতাশা বার্ট্রান্ডকে চিহ্নিত করে বলেছিলেন, ‘তাকে সিএনএন থেকে বরখাস্ত করা উচিত! আমি তাকে তিন দিন ধরে ভুয়া খবর করতে দেখছিলাম।’



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪