| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার কারখানা বন্ধ করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কম্পানি

  • আপডেট টাইম: 19-06-2025 ইং
  • 38097 বার পঠিত
ঢাকার কারখানা বন্ধ করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কম্পানি
ছবির ক্যাপশন: ঢাকার কারখানা বন্ধ করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কম্পানি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কম্পানির (বিএটিবিসি) পরিচালনা বোর্ড ঢাকার কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাখিল করা এক তথ্য থেকে এ খবর জানা যায়। তথ্যমতে, কম্পানিটি তাদের নিবন্ধিত অফিস মহাখালী থেকে আশুলিয়ার দেওরা, ধামসোনা, বালিভদ্র বাজারে স্থানান্তরের পরিকল্পনাও প্রকাশ করেছে। 

আগামি ১ জুলাই থেকে বিএটিবিসির ঢাকার কারখানা বন্ধ হয়ে যাবে।

এই কারখানা বন্ধের পাশাপাশি কম্পানিটির রেজিস্টার অফিস পরিবর্তনেরও সিদ্ধান্ত নিয়েছে বিএটিবিসির বোর্ড ।

এর আগে গত ২৯ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ লিজ নিয়ে বিরোধ-সংক্রান্ত হাইকোর্টের আগের একটি আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিএটি বাংলাদেশের করা এই আপিল আপিল খারিজ করে দেন। ফলে দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশকে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের সঙ্গে লিজ চুক্তি নবায়নের আপিল সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ার পর এখন রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় অবস্থিত প্রধান কার্যালয় ও কারখানার জায়গা খালি করে দিতে হবে।


.

রিপোর্টার্স২৪/এস  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪