| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মে মাসে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও

  • আপডেট টাইম: 19-06-2025 ইং
  • 38772 বার পঠিত
মে মাসে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও

স্টাফ রিপোর্টার :

অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন স্তরের কর্মকর্তাদের পুরস্কৃত করেছেন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি। বুধবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ পুরস্কার প্রদান করা হয়।

মে ২০২৫ মাসে শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে তেজগাঁও, আর শ্রেষ্ঠ থানা হয়েছে মোহাম্মদপুর। সহকারী কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন পল্লবী জোনের এসি জাহিদ হোসেন।

শ্রেষ্ঠ এসআই হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন বিমানবন্দর থানার এসআই মো. আমিনুল ইসলাম ও লালবাগ থানার এসআই মো. বেলায়েত হোসেন। শ্রেষ্ঠ এএসআই হয়েছেন যাত্রাবাড়ী থানার আক্তারুজ্জামান মন্ডল পলাশ ও রামপুরা থানার হেলাল উদ্দিন।

১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত সময়ের মধ্যে ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ হয়েছেন মোহাম্মদপুর থানার এসআই মো. পারভেজ আহমেদ, দক্ষিণখান থানার এসআই মো. শফিকুল ইসলাম ও মোহাম্মদপুর থানার এএসআই মো. রকিবুল হাসান।

গোয়েন্দা বিভাগে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার হয়েছেন ডিবি-লালবাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন।

ট্রাফিক বিভাগে সেরা হয়েছে ট্রাফিক-ওয়ারী। ট্রাফিক সার্জেন্টদের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন ওয়ারী জোনের কায়সার আহমেদ। শ্রেষ্ঠ টিএসআই হয়েছেন বাড্ডা ট্রাফিক জোনের মো. মামুনুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।  

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।



.

রিপোর্টার্স২৪/এস  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪