স্টাফ রিপোর্টার : ইসরায়েলের ইরানবিরোধী সামরিক আগ্রাসনের প্রতিবাদে বুধবার (১৮ জুন) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেছে ‘ইনকিলাব মঞ্চ’।
মানববন্ধনে বক্তারা ইসরায়েলি হামলাকে “বৈশ্বিক সন্ত্রাস” আখ্যা দিয়ে বলেন, মুসলিম দেশগুলোর ঐক্য না থাকলে বিশ্বে মুসলিমদের অস্তিত্ব সংকটে পড়বে। তারা দাবি করেন, পশ্চিমা দেশগুলো নিজেরা পারমাণবিক অস্ত্র তৈরি করলেও কোনো মুসলিম দেশ তা করলে তা হুমকি হিসেবে বিবেচনা করা হয়।
ইনকিলাব মঞ্চের সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবের বলেন, আমেরিকার সহযোগিতা ছাড়া ইসরায়েল ইরানের ওপর হামলা চালাতে পারত না। ইসরায়েল আত্মরক্ষার নামে সন্ত্রাস চালায়, নিরীহ মানুষ হত্যা করে। এটা কোনো মানবাধিকার হতে পারে না।
তিনি আরও বলেন, ইসরায়েল শান্তি চুক্তির নামে প্রতারণা করে, দখলদারিত্ব চালায়। ফিলিস্তিন, গাজা, এমনকি গোলান মালভূমিও তারা দখলে নিয়েছে। আন্তর্জাতিক সহায়তা না পেলে তারা এতদূর এগোতে পারত না। ইরানের পক্ষে দাঁড়াতে মুসলিম হওয়া লাগে না, মানবতার দিক থেকেও নির্যাতিতদের পাশে দাঁড়ানো জরুরি।
ইনকিলাব মঞ্চের কর্মী আন্দলিব বলেন, আমরা পৃথিবীতে আর কোনো যুদ্ধ চাই না। যুদ্ধ শুধু প্রাণহানি নয়, বিশ্ব অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করছে। আমরা জুলাই চেতনায় বিশ্বাসী। আমাদের সতর্ক থাকতে হবে, যাতে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা- যেমন মোসাদ, েেদশে ঘাঁটি গেড়ে তথ্য পাচার না করতে পারে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শান্তি ও মানবাধিকারের পক্ষে স্লোগান দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/আরএইচ