স্টাফ রিপোর্টার : ঢাকায় পাকিস্তানের কূটনৈতিক প্রতিনিধিত্বে আসছে পরিবর্তন। মিয়ানমারে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে ইসলামাবাদ। তিনি সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হবেন, যিনি দায়িত্ব পালনের দেড় বছরের মাথায় নিজ দেশে ফিরে গেছেন।
ইতিমধ্যে ঢাকায় পাকিস্তান হাইকমিশন ইমরান হায়দারের নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা।
পাকিস্তান হাইকমিশন সূত্র জানিয়েছে, ইমরান হায়দার বর্তমানে মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। শিগগিরই তিনি ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি স্পোকসম্যান’ এবং ‘জং’ এর প্রতিবেদনে বলা হয়েছে, সৈয়দ আহমেদ মারুফকে কূটনৈতিক দায়িত্ব সমাপ্ত করে দেশে ফেরত নেওয়া হয়েছে। তিনি বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে সৈয়দ মারুফ ঢাকায় হাইকমিশনার হিসেবে যোগ দেন। তবে চলতি বছরের মে মাসে হঠাৎ দুই সপ্তাহের ছুটিতে ঢাকা ত্যাগ করলে নানা আলোচনা শুরু হয়। সে সময় হাইকমিশন থেকে জানানো হয়েছিল, তিনি ছুটি শেষে আবার দায়িত্বে ফিরবেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।
রিপোর্টার্স২৪/আরএইচ