| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় পরিচয়পত্র সংশোধনে দায়িত্ব পেলেন আরও ১৮ কর্মকর্তা

  • আপডেট টাইম: 16-06-2025 ইং
  • 45691 বার পঠিত
জাতীয় পরিচয়পত্র সংশোধনে দায়িত্ব পেলেন আরও ১৮ কর্মকর্তা
ছবির ক্যাপশন: জাতীয় পরিচয়পত্র সংশোধনে দায়িত্ব পেলেন আরও ১৮ কর্মকর্তা

রিপোর্টার্স২৪ ডেস্ক :

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধনী আবেদন দ্রুত নিষ্পত্তিতে ১০ অঞ্চলে আরও ১৮ জন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এই ১৮ কর্মকর্তা নিজ নিজ অঞ্চলের “গ” ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন বলে জানিয়েছে এনআইডি।

সোমবার (১৬ জুন) এনআইডির পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

অফিস আদেশে জানানো হয়, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনসমূহ নিষ্পত্তির নিমিত্তে বিশেষ কার্যক্রম (ক্রাশ প্রোগ্রাম) পরিচালনার লক্ষ্যে “গ” ক্যাটাগরির অনিষ্পন্ন আবেদনসমূহ নিষ্পন্ন করার জন্য ৬৪ জেলার সব সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের পাশাপাশি ১০ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের ক্ষমতা দেওয়া হলো।

আদেশে আরও জানানো হয়, ঢাকা অঞ্চলের “গ” ক্যাটাগরির আবেদন নিষ্পত্তিতে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন ও মুহাম্মদ ফয়জুল মোল্লা, কুমিল্লা অঞ্চলের জন্য অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দীন, চট্টগ্রাম অঞ্চলের জন্য রাজু আহমেদ ও মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ময়মনসিংহ অঞ্চলের জন্য মো. আবদুর রহিম ও গোলাম মোস্তফা, রংপুর অঞ্চলের জন্য জাকিয়া সুলতানা ও মো. জিলহাজ উদ্দিন, খুলনা অঞ্চলের জন্য মো. জিয়াউর রহমান ও সেখ শরিফুল ইসলাম, রাজশাহী অঞ্চলের জন্য আব্দুল লতিফ শেখ ও সফিকুল ইসলাম, সিলেট অঞ্চলের জন্য মো. মেছবাহ উদ্দিন ও সাইদুর রহমান, বরিশাল অঞ্চলে দিলীপ কুমার হাওলাদার ও সৈয়দ শফিকুল হক এবং ফরিদপুর অঞ্চলের জন্য মোহাম্মদ রবিউল আলমকে নিজ নিজ অঞ্চলের আবেদন নিষ্পত্তি করার দায়িত্ব দিয়েছে এনআইডি।

ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা তাদের অঞ্চল বা জেলার অনিষ্পন্ন আবেদনসমূহ আগামী ৩০ জুনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে আবশ্যিকভাবে পুরাতন আবেদনসমূহকে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ১০ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক বা সহকারী পরিচালকরা তার আওতাধীন অঞ্চলের “গ” ক্যাটাগরির ক্রাশ প্রোগ্রামের কার্যক্রম দ্বৈবচয়নের মাধ্যমে যাচাই করে এনআইডির পরিচালকের কাছে রিপোর্ট দিতে হবে।

এ ছাড়া, আঞ্চলিক নির্বাচন কর্মকতাদেরকে “গ” ক্যাটাগরির আবেদনসমূহ নিষ্পত্তিসহ ক্রাশ প্রোগ্রামের কার্যক্রম সমন্বয় ও নিবিড়ভাবে তত্ত্বাবধান করতে হবে। এছাড়া এনআইডির পরিচালক (পরিচালনা) ক্রাশ প্রোগ্রামের সামগ্রিক কার্যক্রম মনিটরিং এবং এ কাজের অগ্রগতির প্রতিবেদন সংস্থাটির মহাপরিচালকের কাছে দাখিল করতে হবে।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪