| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশিদের বিদেশে নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন

  • আপডেট টাইম: 16-06-2025 ইং
  • 46032 বার পঠিত
বাংলাদেশিদের বিদেশে নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক : বাংলাদেশিদের বিদেশে নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে আহ্বায়ক করে ১১ সদস্যের এ কমিটি গঠন করা হয়। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এছাড়া শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, সাংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।

কমিটিতে সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে আছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব/প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জননিরাপত্তা বিভাগের সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব), অর্থ বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ও সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের সচিব।

উপদেষ্টা পরিষদ কমিটি বিদেশে জনশক্তি নিয়োগ সংক্রান্ত কার্যাবলির সমন্বয় সাধন, বর্তমান শ্রমবাজার সম্প্রসারণ ও নতুন শ্রমবাজার অন্বেষণে দিক নির্দেশনা, বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় সুপারিশ প্রণয়ন,

অভিবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত সুপারিশ প্রণয়ন এবং সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন নিশ্চিতে অভিবাসন প্রক্রিয়ার সব পর্যায়ে সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে।

এছাড়া অভিবাসন প্রত্যাশী কর্মীদের দক্ষতা উন্নয়নের বিষয়ে সুপারিশ প্রণয়ন, বৈধপথে রেমিট্যান্স বৃদ্ধির বিষয়ে সুপারিশ প্রণয়ন, বিদেশ ফেরত কর্মীদের রি-ইন্ট্রিগ্রেশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তকরণের সুপারিশ প্রণয়ন এবং উপযুক্ত বিষয়াবলির সঙ্গে সম্পর্কিত অন্য যেকোনো বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ দেবে এ কমিটি।

কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটি প্রয়োজনে সদস্য সংযোজন করতে পারবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সলের ৮ এপ্রিল জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। সূত্র : ইউএনবি



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪