স্টাফ রিপোর্টার : রাজধানীর আজিমপুর এলাকার ইডেন কলেজের আবাসিক এলাকার ভেতরের একটি পুকুরে ডুবে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের নাম সানজিদা খাতুন রূপা। তিনি অগ্রণী বালিকা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, পা ভেজাতে গিয়ে পিছলে সানজিদা পুকুরে পড়ে যায়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক নিশ্চিত করেন, লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
ইডেন কলেজের খোদেজা খাতুন আবাসিক হলের অফিস সহকারী রিফাত আরা রিমা জানান, সানজিদা পুকুরের কাছে মোহনা নামে এক ছাত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। পুকুর পাড়ে বসে থাকা অবস্থায়, সে দুর্ঘটনাক্রমে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে মোহনাও পিছলে পড়ে যায় এবং উঠে আসার চেষ্টা করতে থাকে।
পরে আশেপাশের লোকেরা প্রথমে মোহনাকে বাঁচাতে সক্ষম হয়। পরে পানির পাইপ ব্যবহার করে সানজিদাকে উদ্ধার করা হয়।
সানজিদার বড় ভাই তানভীর ইসলাম বলেন, সে সকালে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল। ‘পরে আমরা শুনতে পাই যে সে ডুবে গেছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেখানে ছুটে গিয়ে তাকে মৃত অবস্থায় পেয়েছি।’
সানজিদা চার ভাইবোনের মধ্যে সবার ছোট এবং নগরীর চকবাজার এলাকার ১২ নম্বর চম্পাকলি লেনের বাসিন্দা। তার বাবা হাজী সাজ উদ্দিন সাজু।
রিপোর্টার্স২৪/আরএইচ