| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হজ শেষে দেশে ফিরেছেন মোট ২৩৬৫৯ বাংলাদেশি

  • আপডেট টাইম: 16-06-2025 ইং
  • 46396 বার পঠিত
হজ শেষে দেশে ফিরেছেন মোট ২৩৬৫৯ বাংলাদেশি
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : গত ৫ জুন পবিত্র হজ সম্পন্ন করার পর, রোববার পর্যন্ত মোট ২৩ হাজার ৬৫৯ জন বাংলাদেশি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

হজ অফিসের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি, সৌদিয়া এয়ারলাইন্সের একটি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের দুটি- মোট চারটি ফ্লাইট আজ ৮২২ জনকে নিয়ে দেশের উদ্দেশে রওয়ানা দেবে।

হজ অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৭৬ জন দেশে ফিরেছেন। অপরদিকে, বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ১৯ হাজার ৪৮৩ জন ৬০টি ফ্লাইটে দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, সাউদিয়া এয়ারলাইন্সের ২৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৭টি বিমান রয়েছে।

পবিত্র হজ চলাকালে সৌদি আরবে কমপক্ষে ২৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৪ জন নারী। এ বছর পবিত্র হজ করতে গিয়ে মক্কায় ১৮ জন, মদিনায় ৯ জন ও আরাফাতে এক জন মারা গেছেন। জেদ্দাহ, মিনা বা মুজদালিফায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ বছরের হজ কার্যক্রম ২৯ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়েছিল ও ৩১ মে তা শেষ হয়। হাজযাত্রীদের দেশে ফিরিয়ে আনার জন্য ১০ জুন থেকে শুরু হওয়া হজ ফ্লাইটগুলো ১০ জুলাই পর্যন্ত চলবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪