স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে প্রথমবারের মতো একটি সভা করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সোমবার (১৬ জুন) আয়োজিত এ সভায় অংশ নিয়েছেন ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক।
সভার ব্যানারে তাঁর নামের আগে লেখা ছিল ‘মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’। সভার শুরুতে ইশরাককে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উল্লেখযোগ্যভাবে, সভায় তাঁর রাজনৈতিক কর্মী ও সমর্থকেরাও উপস্থিত ছিলেন।
ইশরাক হোসেন আগেই ঘোষণা দিয়েছিলেন, সরকার যদি তাকে মেয়র হিসেবে শপথ না করায়, তাহলে তিনি নিজ উদ্যোগে কর্মী, সমর্থক ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে শপথ নেবেন। তারই ধারাবাহিকতায় এই সভা অনেকের কাছে প্রতীকী শপথ বা ক্ষমতা গ্রহণের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে।
ডিএসসিসি সূত্র জানিয়েছে, ‘পরিচ্ছন্ন ঢাকা’ গড়ার লক্ষ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। তবে এর পেছনে রাজনৈতিক বার্তাও স্পষ্ট ছিল।
এর আগে এক মাসেরও বেশি সময় ধরে শপথ অনুষ্ঠান দাবিতে নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে রেখেছেন ইশরাকের কর্মী-সমর্থকরা। গতকাল (রোববার) তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইশরাক জানান, জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে, তবে নগর ভবনের ফটকে তালা দেওয়া থাকবে।
রিপোর্টার্স২৪/আরএইচ